হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। সাকিব নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ৫০ রানে হারিয়েছে টাইগাররা। হারলেও ২-১ ব্যবাধনে সিরিজ জিতেছে ইংলিশরা। যদিও ২৪৭ রানের লক্ষ্যতে ভালো শুরু পায় সফরকারীরা।

অবশেষে ৫০ রানে ইংল্যান্ডকে হারালো টাইগার বাহিনী

৫৪ রানের জুটি গড়েন জেসন রয় ও ফিল সল্ট। পরে এই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। মালানকেও টিকতে দেননি একাদশে প্রথমবার সুযোগ পাওয়া ইবাদত। চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটিতে প্রতিরোধ গড়লেও সাকিবের বোলিং তোপে ভয়ঙ্কর হতে পারনেনি। ভিনসের পর রেহানকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট নেন সাকিব। মাঝে উইকেট নেয়ার মিছিলে যোগ দেন মিরাজ ও তাইজুল। এর আগে, বাজে ব্যাটিংয়ে হতাশ করেছেন লিটন দাস ও তামিম ইকবাল। শূন্য রানে ফিরেছেন লিটন, ১১ রানে আউট তামিম। তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে উঠার চেস্টায় মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। এই দুইয়ের ৯৮ রানের জুটি ভাঙ্গে নাজমুল শান্ত ৫৩ রান করে রান আউটে ফিরলে। ৭০ রানে আউট হন মুশফিক। এরপর দলের হাল ধরেন সাকিব। যার ৭৫ রানে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে কিউদের ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার ধারাও ভাঙলো।

এছাড়া এ জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জয় পেল টাইগাররা। একইসাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এটাই মুমিনুল হকদের প্রথম জয়।

কিউইদের ৮ উইকেটে পরাজিত করে এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে আউট করার পর জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ রান। ২ উইকেট হারিয়ে তা করে ফেলে তারা।
স্কোর
নিউজিল্যান্ড : ৩২৮ ও ১৬৯
বাংলাদেশে : ৪৫৮ ও ৪২/২

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ-২০২১ এর ফাইনালে ভারতকে সত্যিই ‌‘ধইরা দিলো’ বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারত অনুর্ধ্ব-১৯ নারী দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করলো বাংলাদেশ। ম্যাচের ৮০তম মিনিটে জয় সূচক একমাত্র গোলটি করেন আনাই মোগিনি।

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলাররা। তবে বার বার শট নিয়েও সুযোগ নষ্ট করে গোল বঞ্চিত হয়। তবে ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেছে আনাই মোগিনি।

ডি বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে পাওয়া ব্যাক পাসের বল গোলবক্স লক্ষ্য করে ক্রস করলে পরাস্ত হন সফরকারী ভারতের গোল রক্ষক আনসিকা। বলটি সরাসরি আশ্রয় নেয় জালে। শেষ মুহূর্তের এ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেন বাংলার মেয়েরা।

১-০ গোলে এগিয়ে গিয়েও থেমে থাকেনি তারা। ম্যাচের ৮৩, ৮৯ এবং ইনজুরি টাইমে আরও তিনটি জোড়ালো আক্রমন রচনা করেছিল স্বাগতিকরা। তবে ফিনিশিং টানতে পারেনি।

ম্যাচ শেষে আনাই মোগিনি বলেন, ‘ডিফেন্ডার হয়েও জয়সূচক গোলটি করতে পেরে আমি খুশি। আমরা দীর্ঘ সময় একত্রে ক্যাম্পে ছিলাম। এরই সুফল হিসেবে আমরা আজ জয়লাভ করতে পেরেছি।’

কোচ ছোটন বলেন, ‘এটি একটি দীর্ঘ পরিকল্পনার ফসল। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। এ কাজে ফেডারেশন দারুণ সহযোগিতা করেছে। আরও একবার প্রমাণিত হলো পরিকল্পনা নিয়ে কাজ করলে তা কখনো বিফলে যায় না।’

ব্ংলাদেশের শাহেদা আক্তার রিপা ৫ গোল করে টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কার লাভ করেছেন। টুর্নামেন্টের মোস্ট ভেলুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও বগলদাবা করেন তিনি।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসার রাসেল। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেমনের সভাপতি কাজী মোহাম্দ সালাহউদ্দিন এবং সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল উপস্থিত ছিলেন।

শরীয়তপুরে ৫১ কৃতি শিক্ষার্থী পেল সম্মাননা

শরীয়তপুরে ৫১ জন কৃতি শিক্ষার্থীকে ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বঙ্গবন্ধু ম্যুরাল চত্তরে প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান।

শরীয়তপুরে ৫১ কৃতি শিক্ষার্থী পেল সম্মাননা

এসময় পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকার্তা আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এনডিসি মো. পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) অধিনায়ক, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ অদম্য সংগ্রামী রুপা পেল কৃতি সম্মাননা।

সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতলেন আর্জেন্টাইন গোলরক্ষক

কোপা আমেরিকা শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান ছিলো আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। আর্সেনালেই কাটিয়েছেন ক্যারিয়ারের বেশির ভাগ সময়।

যে ক্লাবে খেলার অপেক্ষাতে দিন গুণেছেন, শেষ পর্যন্ত প্রতিদানে কিছুই দেয়নি তারা। এরপর এক মৌসুম আগে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলায়। করছেন দুর্দান্ত পারফরম্যান্স, ভালোবাসাও পাচ্ছেন দলটির সমর্থকদের কাছ থেকে।

এবার তো অ্যাস্টন ভিলার চলতি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেলেন। প্রথম মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৫টি ক্লিনশিট রেখেছিলেন মার্টিনেজ। এরপর দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকাও। ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরা গোলরক্ষকদের কাতারে।

অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড় হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন এজরি কোনসা, মেটেও ক্যাশ ও দগলাস লুইজকে। ৬৩ শতাংশ ভোট পেয়ে দর্শকদের ভোটের এই পুরস্কার জিতেছেন মার্টিনেজ। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জ্যাক গ্রিলিশ। চলতি মৌসুমেই যিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে।

এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে ৫৪ ম্যাচ খেলে ২০টি ক্লিনশিট রেখেছেন তিনি। সমর্থকদের ভালোবাসায় শিক্ত হয়েছেন। তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। বলেছেন, আরও কয়েক বছর থাকতে চান অ্যাস্টন ভিলায়।

এমিলিয়ানো মার্টিনেজ